গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চেয়ারম্যানের কার্যালয়
১১ নং লাউতা ইউনিয়ন পরিষদ
LAUTA UNION PARISHAD NO.11
ডাকঃ বাহাদুরপুর, উপজেলাঃ বিয়ানীবাজার, জেলাঃ সিলেট, বাংলাদেশ।
স্বারক নংঃ তারিখঃ 31-07-2016
মাসিক সভার অনুলিপি
অদ্য ৩১/০৭/২০১৬ ইং রোজ রবিবার ১১.০০ ঘটিকার সময় ১১নং লাউতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান জনাব এমএ জলিল সাহেবের সভাপতিত্বে নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয় ।
উপস্থিতি স্বাক্ষর
১। স্বাঃ আব্দুল লতিফ
২। স্বাঃ মোঃ জালাল উদ্দিন
৩। স্বাঃ মুহিব আলী
৪। স্বাঃ মোঃ রুকন উদ্দিন
৫। স্বাঃ আবুল হাসনাত
৬। স্বাঃ নুর হোসেন
৭। স্বাঃ মানিক লাল পুরকায়স্থ
৮। স্বাঃ আজমিল আলী
৯। স্বাঃ ফুজেল আহমদ
১০। স্বাঃ ছিরাতুন নেছা
১১। স্বাঃ হেনা বেগম
১২। স্বাঃ অমিতা দাস
১৩। স্বাঃ দুলাল বিশ্বাস
১৪। স্বাঃ মোঃ জসিম উদ্দিন
১৫। স্বা: তাজিরুন বেগম
বিগত সভার কার্য্য বিবরণী পাঠান্তে অনুমোদিত হয় ।
১ম প্রস্তাব ঃ চেয়ারম্যান সাহেব উপস্থিত সভাকে জানান ২০১৫-২০১৬ অর্থ বছরের বয়স্কভাতা-৪০, বিধাব ভাতা-১৩, প্রতিবন্ধী ভাতা-২৭ মোট- ৮০ টি কার্ড পাওয়া গিয়েছিল যাহা ইতিমধ্যে চুড়ান্ত তালিকা সমাজ সেবা কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। আবেদন পত্র পূরণ করার জন্য ভাতা ভোগীর ৪কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি ও নমিনীর ১কপি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি আবশ্যক। ইতিমধ্যে অনেকে ইউপি কার্যালয়ে জমা দিয়েছেন। যারা এখনো ইউপি কার্যালয়ে জমা দেন নাই সেই সব ভাতা ভোগী যাহাতে ইউপি কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন সেইজন্য ইউপি সদস্য সদস্যাদের সাহায্য কামনা করছি।
২য় প্রস্তাবঃ চেয়ারম্যান সাহেব উপস্থিত সভাকে জানান বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কম্পিউটার ডাটা এন্টির জন্য ভাতা ভোগীর ১কপি ছবি ও ১ কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি ও নমিনীর ১কপি ছবি ও ১ কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করত সমাজ সেবা কার্যালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা গেল।
৩য় প্রস্তাবঃ চেয়ারম্যান সাহেব উপস্থিত সভাকে জানান ২০১৬-২০১৭ অর্থ বছরে মাতৃত্ব ভাতার আওতায় ৩০টি কার্ড বরাদ্ধ পাওয়া গিয়াছে সর্ব সম্মতিক্রমে নি¤œবর্ণিতভাবে তালিকা প্রস্তুত করা হয়।
নং নাম স্বামীর নাম মাতার নাম গ্রাম ওয়ার্ড নং একাউন্ট নং-
০১ শিপা বেগম স্বা- আবুল হাসান হিজলরটুক ০১
০২ শিরন বেগম স্বা-বাবুল হোসেন ফাতেমা বেগম উ:গাংপার ০১
০৩ ফাহিমা বেগম স্বা-আবুল মালেক তছলিমা বেগম হিজলরটুক ০১
০৪ নাজমা বেগম পি-আবু সুফিয়ান ফাতিমা বেগম নন্দিরফল ০২
০৫ নুরজাহান স্বা-আব্দুস সুবহান নেওয়ারুন বেগম নন্দিরফল ০২
০৬ সুহাদা বেগম সুহাদা স্বা-আং কালাম রুকিয়া বেগম নন্দিরফল ০২
০৭ মনোয়ারা বেগম স্বা-ইসমাইল আলী টিকরপাড়া ০৩
০৮ আছলিমা বেগম স্বা-আমিনুল ইসলাম টিকরপাড়া ০৩
০৯ হাজেরা ইয়াসমিন স্বা-দুলাল আহমদ টিকরপাড়া ০৩
১০ কুসুম বেগম স্বা-আব্দুল হাই কুলছুমা বেগম বাহাদুরপুর ০৪
১১ আনোয়ারা বেগম স্বা-ধলাই মিয়া হাছনা বেগম বাহাদুরপুর ০৪
১২ সুজিয়া বেগম স্বা- এখলাছ উদ্দিন মিনা বেগম বাহাদুরপুর ০৪
১৩ মনারা বেগম স্বা-বিলাল আহমদ আপ্তাই বেগম লাউতা ০৫
১৪ রহিমা বেগম স্বা-আব্দুল কাদির নেওয়ারুন বেগম লাউতা ০৫
১৫ মিতা রানী ঘোষ স্বা-পান্না লাল দেব বানী রানী ঘোষ লাউতা ০৫
১৬ ইয়াসনিম ফেরদৌস শুভা স্বা-সাব্বির আহমদ মনিরা ইসলাম বারইগ্রাম ০৬
১৭ রেহানা আক্তার রেখা পি-মক্তার আলী আছিয়া খাতুন বারইগ্রাম ০৬
১৮ মিলারুন বেগম স্বা- সালা উদ্দিন নেকজান বিবি গাংপার ০১
১৯ সুমা দাস স্বা-বিপ্লব দাস লক্ষী দাস পাড়িয়াবহর ০৮
২০ আয়শা বেগম স্বা-সমস উদ্দিন আফিয়া বেগম পাড়িয়াবহর ০৮
২১ রায়না বেগম স্বা- এমাদ উদ্দিন তরিকা বিবি পাড়িয়াবহর ০৮
২২ ফারহানা বেগম স্বা-নুরুল হক আফিয়া বেগম পাড়িয়াবহর ০৮
২৩ নাজিয়া বেগম স্বা-শামিম আহমদ পাড়িয়াবহর ০৮
২৪ ফারজানা বেগম স্বা-সুলেমান আলী শাহানারা বেগম পাড়িয়াবহর ০৮
২৫ পারভিন বেগম স্বাÑ হোসেন আহমদ লাউতা ০৫
২৬ মোছা: শিরিন আক্তার স্বা- জাবের হোসেন রেবেকা বেগম লাউতা ০৫
২৭ হেলন বেগম পি: গিয়াস উদ্দিন ময়রুন নেছা নন্দিরফল ০২
২৮ শাহানারা বেগম স্বা-সুহেল আহমদ রেহানা বেগম পাড়িয়াবহর ০৮
২৯ শুক্লা মালাকার স্বা- দীপক মালাকার ঝুনু মালাকার লাউতা ০৫
৩০ আমিনা বেগম স্বা- সফিক উদ্দিন হুছনেরা বেগম টিকরপাড়া ০৩
৪র্থ প্রস্তাব: চেয়ারম্যান সাহেব উপস্থিত সভাকে জানান বিগত ৪জুন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নর্ব নির্বাচিত চেয়ারম্যান গন বিগত ২১ জুলাই ২০১৬ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এ শপথ গ্রহন করেন এবং সাধারন আসনের ইউপি সদস্য-সদস্যাগন ২৪জুলাই ২০১৬ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বিয়ানীবাজার এ শপথ গ্রহন করেন। চেয়ারম্যান সাহেব উপস্থিত সভাকে জানান বিগত পরিষদের ১ম সভা অনুষ্টিত হয়েছিল ১৮/০৮/২০১১ইং রোজ বৃহস্পতি বার সেই অনুযায়ী ৫বছর পূর্ন হবে ১৮/০৮/২০১৬ইং তারিখে। সেইহেতু মেয়াদ পূর্ন হওয়ার পর বিধি মোতাবেক সরকারি নির্দেশনার আলোকে দায়িত্বভার হস্তান্তর করার উপর গুরুত্ব আরোপ করেন। বিষদ আলোচনাক্রমে ১৮/০৮/২০১৬ইং তারিখে দায়িত্বভার হস্তান্তরের তারিখ নির্ধারিত হয়।
৫ম প্রস্তাবঃ চেয়ারম্যান সাহেব উপস্থিত সভাকে জানান ২০১৫-২০১৬অর্থ বছরের এলজিএসপি সহায়তা খাতের আওতায়
১ম কিস্তি বিবিজি- ৬০৫৭৮৮/- টাকা
পিবিজি - ৪৬০৩০২/- টাকা
২য় কিস্তি বিবিজি- ৯৮৭৮০৬/-টাকা
মোট ২০,৫৩,৮৮৬/- টাকা বরাদ্ধ পাওয়া গিয়াছে। তন্মধ্যে ২৭/১২/২০১৫ইং তারিখে উপজেলা বিজিসিসি কমিটি ১৮টি প্রকল্প বরাদ্ধ- ১৭,৬০,০০০/-টাকা অনুমোদন করে মোট ২০,৫৩,৮৮৬/-টাকা - ১৭,৬০,০০০/-টাকা = ২,৯৩,৮৮৬/- টাকার প্রকল্প গ্রহন পূর্বক বিজিসিসি সভায় অনুমোদনের জন্য প্রেরণ করতে হবে। বিশদ আলোচনাক্রমে নিন্মবর্ণিত ভাবে প্রকল্প গ্রহণ পূর্বক উপজেলায় প্রেরণের সিদ্ধান্ত গৃহিত হয়।
নং প্রকল্পের নাম বরাদ্ধ
১ নন্দিরফল স্কুল রাস্তায় ইট সলিং ১,০০,০০০.০০
২ বাহাদুরপুর নন্দিরফল রাস্তা বাহাদুরপুর স্কুল রাস্তায় ইট সলিং ১,০০,০০০.০০
৩ লাউতা শিব বাড়ী রাস্তায় ইট সলিং (২য় পর্যায়) ৯৩,৮৮৬.০০
মোট ২,৯৩,৮৮৬.০০
৬ষ্ঠ প্রস্তাবঃ চেয়ারম্যান সাহেব উপস্থিত সভাকে জানান নিহ জনগোষ্ঠী (হরিজন, জেলে, নাপিত) ভাতার আওতায় ১০ জন ভাতা ভোগীর অগ্রাধিকার তালিকা প্রস্তুত করে উপজেলা সমাজ সেবা অফিসে প্রেরণ করতে হবে। বিশদ আলোচনাক্রমে নিন্মবর্ণিত ভাবে প্রকল্প গ্রহণ পূর্বক উপজেলায় প্রেরণের সিদ্ধান্ত গৃহিত হয়।
নং
নাম পিতা/স্বামীর নাম মাতার নাম জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র/
জন্ম নিবন্ধন নং গ্রামের নাম ওয়ার্ড নং মন্তব্য
০১ অনন্ত দাস হরিভিদাস বাবুতরি ৩০-১২-১৯৬২ ৯১১১৭৫১০৭৭১৫১ বারইগ্রাম ০৬ হরিজন
০২ রাজনন্দন দাস গরিব রাম দাস তেতালি দাস ১৭-০২-১৯৪৭ ৯১১১৭৫১০৭৭১৪৭ বারইগ্রাম ০৬ হরিজন
০৩ বুলিয়া রানী দাস ফিরিভি সুমিতা ১৬-০৬-১৯৩৭ ৯১১১৭৫১০৭৭১৫৫ বারইগ্রাম ০৬ হরিজন
০৪ হরিনন্দন দাস গরিব রাম দাস তেতালি দাস ০৪-০৪-১৯৩৭ ৯১১১৭৫১০৭৭১৪৮ বারইগ্রাম ০৬ হরিজন
০৫ জয়তুন বিবি ইমাম উদ্দিন মৃত: বানু বেগম ০১-০১-১৯৪৮ ৯১১১৭৫১০৮০৫২৪ পাড়িয়াবহর ০৮ জেলে
০৬ মাকই বিবি মস্তকিম আলী লব বিবি ১০-০৯-১৯৫৩ ১৯৫৩৯১১১৭৫১১০৪৫৭৫ পাড়িয়াবহর ০৮ জেলে
০৭ অজয় রাম দাস মৃত: আগন রাম দাস মৃত: নিরই দাস ০১-০২-১৯৪৭ ৯১১১৭৫১০৭৬৪০৯ লাউতা ০৫ জেলে
০৮ সামারুন বেগম ফরিজ উদ্দিন মৃত: নয়ন বিবি ০৯-০৬-১৯৫৮ ৯১১১৭৫১০৭৭৩৫৯ বারইগ্রাম ০৬ জেলে
০৯ গৌরা চন্দ মৃত: নুরেশ চন্দ প্রভাসিনী রানী চন্দ ২৭-১০-১৯৬২ ৯১১১৭৫১০৭৫৭০১ লাউতা ০৫ নাপিত
১০ ফুলচান দাস হরঙ্গি দাস কবুতরি ২৭-০৩-১৯৫২ ৯১১১৭৫১০৭৭১৪৯ বারইগ্রাম ০৬ হরিজন
৭ম প্রস্তাবঃ চেয়ারম্যান সাহেব উপস্থিত সভাকে জানান নিহ জনগোষ্ঠীর আওতায় ২টি শিক্ষা উপ বৃত্তি ভাতা পাওয়া গিয়াছে। । বিশদ আলোচনাক্রমে নিন্মবর্ণিত ভাবে শিক্ষা উপ বৃত্তি ভাতার নামের তালিকা প্রস্তুত করা হয়।
নং নাম পিতার নাম মাতার নাম গ্রাম
০১ চন্দ্রা রানী দাস অনন্ত রবি দাস স্বরসতি রানী দাস বারইগ্রাম
০২ সুমিতা রানী দাস কুটু রাম দাস কেদেলী রানী দাস বারইগ্রাম
অন্য কোন আলোচনা না থাকায় সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চেয়ারম্যানের কার্যালয়
১১ নং লাউতা ইউনিয়ন পরিষদ
ডাকঃ বাহাদুরপুর, উপজেলাঃ বিয়ানীবাজার, জেলাঃ সিলেট, বাংলাদেশ।
স্বারক নংঃ তারিখঃ ২৯/০৬/২০১৬ইং
মাসিক সভার অনুলিপি
অদ্য ২৯/০৬/২০১৬ ইং রোজ বুধবার ১১.০০ ঘটিকার সময় ১১নং লাউতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান জনাব এমএ জলিল সাহেবের সভাপতিত্বে নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয় ।
উপস্থিতি স্বাক্ষর
১। স্বাঃ আব্দুল লতিফ
২। স্বাঃ মোঃ জালাল উদ্দিন
৩। স্বাঃ মুহিব আলী
৪। স্বাঃ মোঃ রুকন উদ্দিন
৫। স্বাঃ আবুল হাসনাত
৬। স্বাঃ নুর হোসেন
৭। স্বাঃ মানিক লাল পুরকায়স্থ
৮। স্বাঃ আজমিল আলী
৯। স্বাঃ ফুজেল আহমদ
১০। স্বাঃ ছিরাতুন নেছা
১১। স্বাঃ হেনা বেগম
১২। স্বাঃ অমিতা দাস
১৩। স্বাঃ দুলাল বিশ্বাস
১৪। স্বাঃ মোঃ জসিম উদ্দিন
১৫। স্বা: তাজিরুন বেগম
বিগত সভার কার্য্য বিবরণী পাঠান্তে অনুমোদিত হয় ।
৩য় প্রস্তাব ঃ চেয়ারম্যান সাহেব উপস্থিত সভাকে জানান অত্র ইউনিয়ন পরিষদের কর্মরত মহল্লাদার আব্দুশ শহিদ বাদশা ৩০/১০/২০১৩ইং তারিখে মৃত্যুবরন করে। তিনির বিধাব স্ত্রী কুলছুমা বেগম আনুতোষিক ভাতা প্রাপ্তির জন্য চেয়ারম্যান বরাবরে আবেদন করেন এবং আবেদন পত্র পাঠ করে শোনানো হয়। বিশদ আলোচনাক্রমে আনুতোষিক ভাতা প্রাপ্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদন পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্য কোন আলোচনা না থাকায় সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চেয়ারম্যানের কার্যালয়
১১ নং লাউতা ইউনিয়ন পরিষদ
ডাকঃ বাহাদুরপুর, উপজেলাঃ বিয়ানীবাজার, জেলাঃ সিলেট, বাংলাদেশ।
স্বারক নংঃ তারিখঃ ২৯/০২/২০১৬
মাসিক সভার অনুলিপি
অদ্য ২৯/০২/২০১৬ইং রোজ সোমবার বিকাল ৩.০০ ঘটিকার সময় ১১নং লাউতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান জনাব এম এ জলিল সাহেবের সভাপতিত্বে নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয় ।
উপস্থিতি স্বাক্ষর
১। স্বাঃ আব্দুল লতিফ
২। স্বাঃ মোঃ জালাল উদ্দিন
৩। স্বাঃ মুহিব আলী
৪। স্বাঃ মোঃ রুকন উদ্দিন
৫। স্বাঃ আবুল হাছনাত
৬। স্বাঃ নুর হোসেন
৭। স্বাঃ মানিক লাল পুরকায়স্থ
৮। স্বাঃ আজমিল আলী
৯। স্বাঃ ছিরাতুন নেছা
১০। স্বাঃ হেনা বেগম
১১। স্বাঃ অমিতা দাস
১২। স্বাঃ হালিমা বেগম
১৩। স্বা: লিটন চন্দ্র দে
বিগত সভার কার্য্য বিবরণী পাঠান্তে অনুমোদিত হয় ।
১ম প্রস্তাব ঃ ইউপি চেয়ারম্যান জনাব এম এ জলিল সাহেব উপস্থিত সভাকে জানান এলজিএসপি ১৫-১৬অর্থ বছরের আওতায় ওয়ার্ড সভা সমূহের প্রস্তাব থেকে এলজিএসপি ১৮টি প্রকল্প চুড়ান্ত করে উপজেলায় প্রেরণ করা হয়। উপজেলা বিজিজি কমিটি অনুমোদনের পর তাহা বাস্তবায়ন করতে হবে। প্রকল্প গুলো নি¤œরূপ:
নং প্রকল্পের নাম বরাদ্ধ
১ গজারাই প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ হইতে পূর্ব দিকে শরফ উদ্দিনের বাড়ী পর্যন্ত রাস্তা ইট সলিং ১,০০,০০০.০০
২ বাহাদুরপুর আবুল কালামের বাড়ীর সম্মুখ হইতে মনই মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা ইট সলিং ১,০০,০০০.০০
৩ বাহাদুরপুর দশপনি রাস্তায় আব্দুর রহিমের বাড়ীর পাশ হইতে দশপনি রাস্তায় গাইড ওয়াল নির্মান ১,০০,০০০.০০
৪ বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে বইয়ের ব্যাগ বিতরণ ১,০০,০০০.০০
৫ লাউতা গোলাটিকর রাস্তায় ফয়জুর রহমান একাডেমির সম্মুখ হইতে খয়রুল ইসলামের বাড়ী পর্যন্ত রাস্তায় গাইড ওয়াল নির্মান ১,০০,০০০.০০
৬ লাউতা সরজ পালের বাড়ীর পাশের রাস্তায় গাইড ওয়াল নির্মান ১,০০,০০০.০০
৭ বাহাদৃুরপুর তাজ উদ্দিনের দোকান থেকে রুকন মেম্বারের বাড়ীর কার্লভার্ট পর্যন্ত গাইড ওয়াল নির্মান ১,০০,০০০.০০
৮ গোলাটিকর কার্লভার্ট মেরামত ও গাইড ওয়াল নির্মান ১,০০,০০০.০০
৯ ফয়জুর রহমানের দোকান হইতে পাচ পীরের মোকাম ব্রীজ পর্যন্ত রাস্তা ডালাই ১,০০,০০০.০০
১০ কালাইউরা আন্দু পকুরের সম্মুখ হইতে আং কাইয়ুমের বাড়ী পর্যন্ত রাস্তায় গাইড ওয়াল নির্মান ৬০,০০০.০০
১১ বাহাদুরপুর তি মুখী হইতে মাতাব চৌধুরীর বাড়ী পর্যন্ত রাস্তা ইট সলিং ১,০০,০০০.০০
১২ দক্ষিন পাড়িয়াবহর আবাসন রাস্তায় ইট সলিং ১,০০,০০০.০০
১৩ উত্তর গাংপার পিকইর বাড়ীর সম্মুখ হইতে হিজলরটুক ব্রীজ পর্যন্ত রাস্তা ইট সলিং ১,০০,০০০.০০
১৪ জলঢুপ চইলতা গাছের তল হইতে ছফর উদ্দিনের বাড়ী পর্যন্ত রাস্তা ইট সলিং ১,০০,০০০.০০
১৫ লাউতা সাব উদ্দিনের বাড়ীর সম্মুখ হইতে আব্দুর রূপ এর বাড়ীর রাস্তায় গাইড ওয়াল ও ইট সলিং ১,০০,০০০.০০
১৬ নন্দিরফল ফয়জুর রহমানের বাড়ীর রাস্তার পশ্চিমের মুখ হইতে আব্দুল খালিকের বাড়ীর সম্মুখ পর্যন্ত রাস্তায় গাইড ওয়াল নির্মান ১,০০,০০০.০০
১৭ কানলী খোকন মিয়ার বাড়ীর পাশে থেকে কানলী বিলের পাড়ের রাস্তায় গাইড ওয়াল নির্মান ১,০০,০০০.০০
১৮ বারইগ্রাম পশ্চিম রাস্তায় ইট সলিং ১,০০,০০০.০০
মোট টাকা- ১৭,৬০,০০০.০০
২য় প্রস্তাব: চেয়ারম্যান সাহেব উপজেলা প্রকল্প কর্মকর্তার বরাত দিয়ে বলেন ২০১৫-২০১৬ অর্থ বছরের ২য় পর্যায়ের কাবিখা প্রকল্প গ্রহণ করতে হবে। বিশদ আলোচনাক্রমে নি¤œবর্ণিত ভাবে প্রকল্প গ্রহণ পূর্বক উপজেলায় প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
নং প্রকল্পের নাম বরাদ্ধ
১ বাউরভাগ গ্রামীন রাস্তা উন্নয়ন ৪.০০০টন
২ বিভিন্ন স্থানে সৌর বিদ্যুৎ স্থাপন
১। লাউতা বায়তুস সালাম জামে মসজিদে
২। সেফা বেগম, স্বামী: মৃত: কালা মিয়া, গ্রাম: নন্দিরফল,
৩। আব্দুল গফ্ফার, পিতা: মাহমদ আলী, গ্রাম: লাউতা,
৪। পান্না লাল দেব, পিতা: পরেশ দেব, গ্রাম: লাউতা,
৪.০০০টন
মোট - ৮.০০০ টন
৩য় প্রস্তাব: চেয়ারম্যান সাহেব উপজেলা প্রকল্প কর্মকর্তার বরাত দিয়ে বলেন ২০১৫-২০১৬ অর্থ বছরের ২য় পর্যায়ের টিআর প্রকল্প গ্রহণ করতে হবে। বিশদ আলোচনাক্রমে নি¤œবর্ণিত ভাবে প্রকল্প গ্রহণ পূর্বক উপজেলায় প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
নং প্রকল্পের নাম বরাদ্ধ
১ টিকরপাড়া আমারকোনা রাস্তা উন্নয়ন ১.০০০ টন
২ ইউপি অফিস গর্ত ভরাট ও ইউপি অফিস উন্নয়ন ২.৫০০ টন
৩ বিভিন্ন স্থানে সৌর বিদ্যুৎ স্থাপন-
ক) অফিক উদ্দিন, পিতা: মস্তকিন আলী (টিকরপাড়া)
খ) ইয়ারুন বেগম, পিতা: কুদরত আলী (নন্দিরফল)
গ) শেলী বেগম, আমিন আলী (বাহাদুরপুর)
৩.০০০টন
মোট - ৬.৫০০ টন
৪র্থ প্রস্তাব: চেয়ারম্যান সাহেব উপজেলা প্রকল্প কর্মকর্তার বরাত দিয়ে বলেন ২০১৫-২০১৬ অর্থ বছরের ২য় পর্যায়ের অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচি প্রকল্প গ্রহণ করতে হবে। বিশদ আলোচনাক্রমে নি¤œবর্ণিত ভাবে প্রকল্প গ্রহণ পূর্বক উপজেলায় প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
নং প্রকল্পের নাম কার্ডের সংখ্যা বরাদ্দ
০১ বাহাদুরপুর ভাওরাটুল বারইগ্রাম রাস্তা উন্নয়ন ৩০ ২,৪০,০০০.০০
০২ গজারাই আবুল মিয়ার বাড়ীর সম্মুখ হইতে ছিকন্দর আলীর বাড়ী পর্যন্ত রাস্তা উন্নয়ন ২৫ ২,০০,০০০.০০
০৩ লাউতা নারাইনপুর মসজিদ হইতে সমিক উদ্দিনের বাড়ীর পাশ দিয়া আলীপুর ব্রীজ পর্যন্ত রাস্তা উন্নয়ন ২৫ ২,০০,০০০.০০
০৪ টিকরপাড়া আঞ্জিরের বাড়ীর সম্মুখ হইতে নন্দিরফল ব্রীজ পর্যন্ত রাস্তা উন্নয়ন ২৫ ২,০০,০০০.০০
মোট ১০৫ ৮,৪০,০০০.০০
৫ম প্রস্তাব: চেয়ারম্যান সাহেব উপজেলা প্রকল্প কর্মকর্তার বরাত দিয়ে বলেন ২০১৫-২০১৬ অর্থ বছরের স্থাবর সম্পত্তি ১% স্বারক নং- ২৪৭ তাং ২৯/০২/২০১৬ এর আওতায় প্রকল্প গ্রহণ করতে হবে। বিশদ আলোচনাক্রমে নি¤œবর্ণিত ভাবে প্রকল্প গ্রহণ পূর্বক উপজেলায় প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
নং প্রকল্পের নাম বরাদ্দ
০১ বাহাদুরপুর পুকুর পাড়ের গাইড ওয়াল সংস্কার ও মসজিদের সামনের গাইড ওয়ালের অসমাপ্ত কাজ সমাপ্ত করণ ৩০,০০০.০০
০২ বারইগ্রাম আছিরগঞ্জ রাস্তায় বারইগ্রাম অংশে লাউতা স্বাস্থ্য কেন্দ্রের পাশে পানি নিঃস্কাশন কালর্ভার্ট নির্মান ৫০,০০০.০০
০৩ ইউপি অফিসের গর্ত ভরাট (৩য় অংশ) ৩০,০০০.০০
০৪ বাহাদুরপুর ছলিক উদ্দিনের বাড়ীর পাশে বাহাদুরপুর আমারকোনা রাস্তায় গাইড ওয়াল নির্মান ২৪,৬২৭.০০
মোট ১,৩৪,৬২৭.০০
৬ষ্ঠ প্রস্তাব: চেয়ারম্যান সাহেব উপজেলা প্রকল্প কর্মকর্তার বরাত দিয়ে বলেন ২০১৫-২০১৬ অর্থ বছরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আওতাধীন কার্লভার্ট বাস্তবায়নের প্রকল্প গ্রহণ করতে হবে। বিশদ আলোচনাক্রমে নি¤œবর্ণিত ভাবে প্রকল্প গ্রহণ পূর্বক উপজেলায় প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
নং প্রকল্পের নাম বরাদ্দ বর্ণনা
০১ বাহাদুরপুর দশপনি রাস্তায় ভুরভুরি খালের উপর কার্লভার্ট নির্মান ৪০,০০,০০০.০০ ৩৫ ফুট লম্বা
০২ টিকরপাড়া পাচ পীরের মোকাম রাস্তায় কার্লভাট নির্মান ৩৫,০০,০০০.০০ ৩০ ফুট লম্বা
মোট ৭৫,০০,০০০.০০
৭ম প্রস্তাব: চেয়ারম্যান সাহেব অদ্যকার সভাকে জানান ২/২০১৬ মাসের ভিজিডি ৩০কেজি করে ৫০ বস্তা মোট ১৫০০ কেজি ৫০ বস্তা ইউপি গুদামে রক্ষিত আছে । মালামাল সঠিক বেবেচিত হওয়ায় উপজেলা প্রাথমিক কর্মকর্তার সাথে যোগাযোগ সাপেক্ষে আগামী ০৩/০৩/২০১৬ইং বিতরণের তারিখ ধার্য করা হয় এবং সংশ্লিষ্ঠ ইউপি সদস্যগণ নিজ নিজ ওয়ার্ডের গ্রাম পুলিশ দ্বারা দাওয়াত নিশ্চিতের অনুরোধ করা হয়।
৮ম প্রস্তাব: চেয়ারম্যান সাহেব অদ্যকার সভাকে জানান ২৯টি মাতৃত্ব ভাতার তালিকা এখনও প্রস্তুত করা সম্ভব হয় নাই বিধায় প্রস্তুত করে উপজেলায় প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্য কোন আলোচনা না থাকায় চেয়ারম্যান সাহেব সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চেয়ারম্যানের কার্যালয়
১১ নং লাউতা ইউনিয়ন পরিষদ
LAUTA UNION PARISHAD NO.11
ডাকঃ বাহাদুরপুর, উপজেলাঃ বিয়ানীবাজার, জেলাঃ সিলেট, বাংলাদেশ।
স্বারক নংঃ তারিখঃ 28-01-2016
সভার কার্য বিবরনী
অদ্য ২৮/০১/২০১৬ইং রোজ বৃহস্পতিবার ১১.০০ ঘটিকার সময় ১১নং লাউতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান জনাব এম এ জলিল সাহেবের সভাপতিত্বে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বাস্তবায়ন ইউনিয়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয় ।
উপস্থিতি স্বাক্ষর
নং নাম পদবী কমিটি পদবী স্বাক্ষর
০১ এম.এ জলিল চেয়ারম্যান সভাপতি
০২ মো: কামিল আহমদ সমাজ সেবক সদস্য
০৩ মো: মাছুম আহমদ সমাজ সেবক সদস্য
০৪ শুক্লা দেব সমাজ সেবক সদস্য
০৫ লিটন কান্তি দেব ইউনিয়ন কৃষি সহকারী কর্মকর্তা সদস্য
০৬ আব্দুল লতিফ ইউপি সদস্য সদস্য
০৭ মোঃ জালাল উদ্দিন ইউপি সদস্য সদস্য
০৮ মুহিব আলী ইউপি সদস্য সদস্য
০৯ মোঃ রুকন উদ্দিন ইউপি সদস্য সদস্য
১০ আবুল হাছনাত ইউপি সদস্য সদস্য
১১ নুর হোসেন ইউপি সদস্য সদস্য
১২ মানিক লাল পুরকায়স্থ ইউপি সদস্য সদস্য
১৩ আজমিল আলী ইউপি সদস্য সদস্য
১৪ ছিরাতুন নেছা ইউপি সদস্য সদস্য
১৫ হেনা বেগম ইউপি সদস্য সদস্য
১৬ অমিতা দাস ইউপি সদস্য সদস্য
১৭ ইউনিয়ন সমাজ কর্মী সদস্য সচিব
১৮ কমলেশ কান্তি দে ইউপি সচিব সদস্য
১ম প্রস্তাব ঃ ইউপি চেয়ারম্যান জনাব এম.এ জলিল সাহেব উপস্থিত সভাকে জানান ২০১৫-২০১৬ অর্থ বছরের উপজেলা সমাজ সেবা স্বারক নং- ৫৪৫ তাং- ২৫/০১/২০১৬ইং তারিখের চিঠির মর্মানুযায়ী বয়স্ক ভাতা-৪০, বিধবা ভাতা-১৩, প্রতিবন্ধী ভাতা-২৭ টি কার্ড বরাদ্ধ পাওয়া গিয়াছে তাহা চুড়ান্ত তালিকা প্রস্তুত করত উপজেলা কার্যালয়ে প্রেরণ করতে হবে। বিশদ আলোচনাক্রমে নি¤œবর্ণিত ভাবে চুড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চেয়ারম্যানের কার্যালয়
১১ নং লাউতা ইউনিয়ন পরিষদ
LAUTA UNION PARISHAD NO.11
ডাকঃ বাহাদুরপুর, উপজেলাঃ বিয়ানীবাজার, জেলাঃ সিলেট, বাংলাদেশ।
স্বারক নংঃ তারিখঃ 28-02-2013
অদ্য ২৮/০২/২০১৩ ইং রোজ বৃহস্পতিবার ১১.০০ ঘটিকার সময় ১১নং লাউতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান জনাব এম,এ জলিল সাহেবের সভাপতিত্বে নিয়মিত মাসিক সভা ও বাজেট সভা অনুষ্ঠিত হয় ।
উপস্থিতি স্বাক্ষর
১। স্বাঃ আব্দুল লতিফ
২। স্বাঃ মোঃ জালাল উদ্দিন
৩। স্বাঃ মুহিব আলী
৪। স্বাঃ মোঃ রুকন উদ্দিন
৫। স্বাঃ আবুল হাছনাত
৬। স্বাঃ নুর হোসেন
৭। স্বাঃ মানিক লাল পুরকায়স্থ
৮। স্বাঃ আজমিল আলী
৯। স্বাঃ ফুজেল আহমদ
১০। স্বাঃ ছিরাতুন নেছা
১১। স্বাঃ হেনা বেগম
১২। স্বাঃ অমিতা দাস
১৩। স্বাঃ সত্যেশ ভট্টাচার্য্য
১৪। স্বাঃ মোঃ কমর উদ্দিন
বিগত সভার কার্য্য বিবরণী পাঠান্তে অনুমোদিত হয় ।
১ম প্রস্তাব ঃ চেয়ারম্যান সাহেব উপস্থিত সভাকে জানান ২০১৩-২০১৪ ইং সনের ৫০ টি ভিজিডি নামের তালিকা ইতিমধ্যে অনুমোদন হয়েছে এবং জানু/১৩, ফেব্রু/১৩১মোট ২ মাসের ১৫০০+১৫০০= ৩০০০ কেজি গম বরাদ্ধ পাওয়া গিয়াছে যাহা ইতিমধ্যে ডিও পাশ হইয়াছে । শেওলা খাদ্য গুদাম থেকে মালামাল উত্তোলন করে কার্ডধারীর উপস্থিতিতে তাহা বিতরণ করতে হবে। বিতরণের সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রান তদারক কর্মকর্তা হিসাবে উপস্থিত থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। বিশদ আলোচনাক্রমে সর্বসম্মতিক্রমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অবহিত করণ সহ বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
২য় প্রস্তাবঃ চেয়ারম্যান সাহেব উপস্থিত সভাকে জানান স্বারক নং ৩৫১ তাং ১৪/০২/২০১৩ এর মর্মানুযায়ী মাতৃত্ত্ব ভাতাভোগীর চিঠি পাঠ করে শোনান । বিশদ আলোচনা ক্রমে ইউপি সদস্য সদস্যাগণ নিজ নিজ ওয়ার্ডের প্রকৃত মাতৃত্ত্ব ভাতা ভোগীর তালিকা ইউপি অফিসে জমা দেওয়ার অনুরোধ জানান । ইউপি চেয়ারম্যান মাতৃত্ত্ব ভাতার ম্যানুয়েল পাঠ করে শোনান । বিশদ আলোচনাক্রমে নিম্ন বর্ণিত ভাবে মাতৃত্ত্ব ভাতা প্রস্তুত পূর্বক উপজেলায় প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয় ।
নং নাম স্বামীর নাম মাতার নাম গ্রাম ওয়ার্ড নং
০১ সুলতানা বেগম চেরাগ আলী উঃ গাংপার ০১
০২ পান্না বেগম আলী হোসেন আফতারুন নন্দিরফল ০২
০৩ শেফা বেগম গৌছ উদ্দিন মায়ারুন বেগম টিকরপাড়া ০৩
০৪ আয়শা সিদ্দিকা আব্দুল আহাদ বাহাদুরপুর ০৪
০৫ রাশেদা বেগম সেলিম উদ্দিন লাউতা ০৫
০৬ জাহানারা বেগম আবুল হোসেন বারইগ্রাম ০৬
০৭ ফাতেমা বেগম এনি আলতাফ হোসেন কালিবর ০৭
০৮ রুশনা বেগম আনোয়ার হোসেন সুরই বিবি পাড়িয়াবহর ০৮
০৯ হাফছা বেগম তৈয়বুর রহমান কালাইউরা ০৯
১০ সুমানা বেগম সাব্বির আহমদ মিলারুন বারইগ্রাম ০৬
১১ পরিনা দাস নিহারেন্দু দাস ফুল দাস পাড়িয়াবহর ০৮
১২ মুন্নি বেগম জুয়েল আহমদ সাফিয়া বেগম টিকরপাড়া ০৩
১৩ রাজনা বেগম দেলোয়ার হোসেন জাহেদা বেগম পাড়িয়াবহর ০৮
১৪ শিরিন বেগম বলাই মিয়া ফজিরুন বেগম বারইগ্রাম ০৬
১৫ স্বপ্না বেগম মোঃ লুকুর উদ্দিন ছিরাতুন বেগম টিকরপাড়া ০৩
৩য় প্রস্তাবঃ চেয়ারম্যান সাহেব উপস্থিত সভাকে জানান এলজিএসপি-২ এর আওতায় ২০১২-২০১৩ অর্থ বছরের গৃহীত প্রকল্প থেকে চুড়ান্তভাবে বাছাই পূর্বক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চুড়ান্ত প্রকল্প তালিকা প্রেরণ করতে হবে। তাছাড়া চেয়ারম্যান সাহেব উপস্থিত সদস্যকে জানান প্রকল্পের বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। বিশদ আলোচনা ক্রমে নিম্ন বর্ণিত ভাবে প্রকল্প গ্রহন করা হয়।
নং প্রকল্পের নাম বরাদ্ধ
০১ বারইগ্রাম আছিরগঞ্জ রাস্তা হইতে ফয়জুর রহমান এর বাড়ীর সম্মুখ দিয়া গজারাই গ্রামীন রাস্তায় ইট সলিং ১,০০,০০০/-
০২ বারইগ্রাম আছিরগঞ্জ রাস্তা নন্দিরফল অংশে ড্রেইন-কাম কালভার্ট ৮০,০০০/-
০৩ বাহাদুরপুর মাদ্রাসা হইতে নন্দিরফল রাস্তায় গাইড ওয়াল ১,০০,০০০/-
০৪ বাহাদুরপুর আছিরগঞ্জ রাস্তায় Ÿাহাদুরপুর অংশে গাইড ওয়াল ১,০০,০০০/-
০৫ লাউতা কালিবাড়ী বাজার রাস্তায় লাউতা অংশে গাইড ওয়াল ১,০০,০০০/-
০৬ টিকরপাড়া হিজলরটুক রাস্তায় ইট সলিং ১,০০,০০০/-
০৭ বারইগ্রাম স্কুল রাস্তায় ইট সলিং ৬০,০০০/-
০৮ জলঢুপ শিবগঞ্জ রাস্তায় ইট সলিং ৭০,০০০/-
০৯ উঃ পাড়িয়াবহর নিটুল ভট্টাচার্য্যের বাড়ীর কাছে কালভার্ট কাম গাইড ওয়াল নির্মাণ ৭০,০০০/-
১০ কানলী খলিল তালুকদারের বাড়ীর প্রান্ত হইতে পশ্চিম দিকে জলাল মিয়ার বাড়ী পর্যন্ত ইট সলিং ৭০,০০০/-
১১ টিকরপাড়া জয়াদ আলীর বাড়ীর পাশে ইট সলিং ও কালভার্ট নির্মাণ ৭০,০০০/-
১২ লাউতা হাছনু মেম্বারের বাড়ীর কালভার্ট হইতে শাহজান মিয়ার বাড়ী পর্যন্ত গাইড ওয়াল নির্মাণ ৭৭,১০৪/-
১৩ বারইগ্রাম কমলাবাড়ী রাস্তায় ইট সলিং ১,০০,০০০/-
মোট ১০,৯৭,১০৪/-
অন্য কোন আলোচনা না থাকায় সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।