এক নজরে ১১নং লাউতা ইউনিয়নঃ
১৯৬২ ইং সালে লাউতা ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে । লাউতা ইউনিয়নের অতীত ইতিহাস গৌরব উজ্জল এবং কালের পরিবর্তনে তা বেড়েই চলেছে । এখানে উপমহাদেশের অন্যতম দার্শনিক ড: জিসি দেব এর জন্ম ভূমি ছিল। এখানে সিলেট মিউনিসিপাল্টির প্রথম চেয়ারম্যান রায় বাহাদুর দুলাল চন্দ্র দেবের বাড়ী, যাহার প্রাচীন ঐতিহ্য এখনও বিদ্যমান। নানকার বিদ্রোহের নেতা কমরেড অজয় ভট্টাচার্য্যের জন্ম এই লাউতা ইউনিয়নের লাউতা গ্রামে। লাউতা ইউনিয়নে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী অনেক বীর মুক্তিযোদ্ধাদের জন্ম। এখানে আরও জন্মগ্রহন করেছেন অনেক খ্যাতিমান ব্যক্তি বর্গ। এদের মধ্যে সাবেক পররাষ্ট্রসচিব সি এম সফি শামি, অর্থ মন্ত্রনালয়ের ডেপুটি ডাইরেক্টার রফিকুল ইসলাম বাদল, প্রথম মহিলা কবি বিষ্ণুপ্রিয়া ভট্টাচার্য্য, বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম। সাবেক অধ্যক্ষ রুস্তুম আলী খান । বর্তমান অধ্যক্ষ দারকেশ দেবনাথ এর জন্মভূমি। এখানে চার চার বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব এম. এ. জলিল সাহেবের জন্ম। এখানে বাংলাদেশের বিখ্যাত জলঢুপি আনারস, কমলা-লেবু, তেজপাতা, ও সুস্বাদু কাঠাল উৎপন্ন হয়, যাহা দেশের প্রত্যন্ত অঞ্চলের চাহিদা মেটায়।
*মোট আয়তন ৪৮০৩ একর (১৯.৪২ বর্গ কি.মি)।
* নীট আবাদি জমি ২২৩১ একর।
* আবাদ যোগ্য অনাবাদী জমি ১৮ একর।
* আবাদের জন্য অপ্রাপ্য ১৯৪৬ একর।
* স্থায়ী ফসলের জমি ৬০৮ একর।
* মোট মৌজা ১৩টি।
* মোট গ্রাম ১৪টি ।
* মোট বাজার ৩টি।
* মোট জনসংখ্যা ১৭,২৭৪ জন। (পুরুষ ৮৬০৩+ মহিলা ৮৬১১) ।
(২০০১ সালের আদম শুমারি মোতাবেক)।
৩১/১২/২০১১ইং সনে জন্ম নিবন্ধন রেজিষ্টার মতে মোট জনসংখ্যা ২২,৬৯৫ জন ।
*মোট ভোটার-১২৬২০জন। (পুরুষ ৬০০৮+ মহিলা ৬৬১২)।
* মোট প্রাথমিক বিদ্যালয় - ১২টি । (সরকারী ৬টি, রেজিস্টার ২টি, বেসরকারী ৪টি)
* উচ্চ বিদ্যালয় - ২ টি ।
* মাদ্রাসা ৫টি।
* শিক্ষার হার ৪৮%।
* ব্যাংক ২টি। (১) পূবালী ব্যাংক লিঃ (২) জনতা ব্যাংক লিঃ)
* বেসরকারী এনজিও ৪টি।
* টিউব ওয়েল- ২১৭টি। (অগভীর ১৫১টি, তারা ৫৮ টি, রিং ওয়ল ০৮টি)
* ডাকঘর ২টি। (জলঢুপ, বাহাদুরপুর)
* মসজিদ ৩০ টি।
* মন্দির ৫টি।
* মোট রাস্তা ২২টি। রাস্তার পরিমাণ ৪০.০৩ কি:মি:। পাকা ১২.৫২ কি: মি:, কাচা ২৭.৫১ কি:মি:।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS