লাউতা ইউনিয়নে উৎপাদিত শষ্যের মধ্যে উল্ল্যেখ য্যেগ্য ধান।এছাড়া ও তৈল বীজ সরিষা, তরমুজ, আম, কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারী, জামবুরা, লেবু জাতীয়, মরিচ, পিয়াজ, লাউ, ধনিয়া পাতা,চাল কুমড়া,মিষ্টি কুমড়া,শীম ,বরবটি,গোল আলূ,বেগুন,টমেটু,ফুল কপি,বাঁধা কপি উৎপাদিত হয়। শীম জাতীয় ফসলের মধ্যে ফরাস প্রচুর উৎপাদিত হয়। এটা এ এলাকায় খুব বেশী জনপ্রিয়। কমলা ও আনারস তৎকালীন পূর্ব পাকিস্থানের রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রসিদ্ধ ও পরিচিত ছিল। ২০১৫ সালের শেষ জরিপ অনুযায়ী উৎপাদন ২৯৫৫ মেট্রিকটন।