বিয়ানীবাজার উপজেলার সকল ইউনিয়নের সচিবদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী আরিফুর রহমান। আজ রবিবার(৪ আগস্ট ২০১৯ খ্রিঃ) সকালে তাঁর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তৃণমূল পর্যায়ে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা, গ্রাম আদালত সহকারী, উদ্যোক্তাসহ সকলের সাথে সমন্বয় করে সরকারের ডিজিটাল সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়াও পদ্মা সেতুতে কল্লা, ছেলেধরাসহ নানাবিধ গুজব সম্পর্কে মানুষকে সচেতনতা, ডেঙ্গু প্রতিরোধ, দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন ভিশন ২০২১ বাস্তবায়নে সকলকে নিরলসভাবে কাজ করার আহবান জানানো হয়।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের সচিবগণ উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস